
করোনায় প্রাণ হারালেন এমপি হাসিবুর রহমান স্বপন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
বাংলাদেশ সময় বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন।
গত ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সফার করেন তিনি । অস্ত্রপচার শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়।