spot_img
Home খবর ময়মনসিংহে মহা সমাবেশ করবে আওয়ামী লীগ

ময়মনসিংহে মহা সমাবেশ করবে আওয়ামী লীগ

ময়মনসিংহে মহা সমাবেশ করবে আওয়ামী লীগ

১১ মার্চ ময়মনসিংহে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ মার্চ) দলের এক যৌথ সভার শুরুতে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১১ মার্চ ময়মনসিংহে আওয়ামী লীগের মহাসমাবেশ হবে। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

যৌথ সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here