বিপুল আসন পেলেও নিজে পাশ করতে পারলেন না মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে নাটকীয় পরাজয় হয়েছে শুভেন্দু অধিকারীর কাছে।
দল বিপুল আসন পেয়ে সরকার গঠন করলেও মমতা ব্যানার্জি তো বিধায়ক নন, তিনি কি সরকারে থাকতে পারবেন?
পারবেন তবে তাকে ছয় মাসের মধ্যে বিধায়ক হতে হবে। প্রার্থী মারা যাওয়ায় দুটো আসনে নির্বাচন স্থগিত আছে, সেখানে প্রার্থী হবার সুযোগ আছে।
আবার অতীতে মমতা ব্যানার্জি কলকাতার ভবানীপুর থেকে জিততেন৷ এবার সে আসনে প্রার্থী না হলেও তার দল পেয়েছে আসনটি।
সেখানে বিধায়ককে পদত্যাগ করিয়ে এই আসন থেকে নির্বাচন করতে পারেন।