তৃতীয়বারের মতো রাজ্যে শপথ নিতে যাচ্ছে তৃনমুল কংগ্রেসের মন্ত্রীসভা।
গত ২ মে ষকল্পনীয় জয়ের পর নিজের আসন নন্দীগ্রামে নাটকীয় পরাজয় হলেও রাজ্যের মূখ্য মন্ত্রী হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। কাল সোমবার গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীসভা।
মোট মন্ত্রী হচ্ছেন ৪৬ জন। তার মধ্যে পূর্ন মন্ত্রী ২৩ জন বাকি ১৯ জন প্রতিমন্ত্রী।
১৯ জনের মধ্যে ১৬ জন নতুন তবে ক্রিকেটার মনোজ তিওয়ারী ছাড়া সিনেলার কোন মুখ থাকছে না মন্ত্রী সভায়।
নতুন মন্ত্রী তালিকায় পুরনো প্রায় সবাই আছেন কেবল নেই সাবেক যোগাযোগ মন্ত্রী মদন মিত্র, বাদ গেছেন আরো একজন।
নির্বাচনে অংশ না নিলেও অর্থমন্ত্রী হচ্ছেন আগের অর্থমন্ত্রী অমিত মিশ্র।