spot_img
Home খবর ভোট চলছে ত্রিপুরায়

ভোট চলছে ত্রিপুরায়

ভোট চলছে ত্রিপুরায়

ভারগের ত্রিপুরা রাজ্যে মোট ২০টি পৌর এবং নগর সংস্থার ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বুথে বুথে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে কেন্দ্রগুলিতে।

তবে রাজ্যের বিরোধী দলের অভিযোগ হচ্ছে বিভিন্ন পৌর এলাকায় বিরোধীদের এজেন্ট এবং কিছু কিছু ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্রে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সেইসঙ্গে পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here