spot_img
Home বিশেষ সংবাদ ভারত সফরে শেখ হাসিনা, সাথে নেননি মোমেনকে

ভারত সফরে শেখ হাসিনা, সাথে নেননি মোমেনকে

ভারত সফরে শেখ হাসিনা, সাথে নেননি মোমেনকে

চার দিনের সরকারি সফরে আজ সোমবার সকালে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরে প্রতিনিধি দলে ঠাঁই হয়নি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে নয়া দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান তাঁকে স্বাগত জানান।

এ সফরে দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক অনিষ্পন্ন ইস্যুগুলোও নিষ্পত্তির ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’
এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here