spot_img
Home খবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন।

ঢাকায় আগামী ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে যোগদান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত ছাড়াও ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। আগামী শুক্রবার (১২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।

এর আগে ৫টি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলংকায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে ও ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। এবারের ৬ষ্ঠ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here