spot_img
Home Uncategorized ব্লাক ফাঙ্গাসে একজনের মৃত্যুর সন্দেহ

ব্লাক ফাঙ্গাসে একজনের মৃত্যুর সন্দেহ

ঢাকার বারডেম হাসপাতালে তিনদিন আগে একজনের মৃত্যু হয়েছে যিনি উচ্চ মাত্রার  ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন৷ তিনি করেনা  আক্রান্ত হয়েছিলেন এবং সুসুস্থ হয়েছিলেন।

চিকিৎসকরা আশঙ্কা করছেন তিনি ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিলেন।

তবে হাসপাতাল কতৃপক্ষের মতে আরো কিছু ডায়াগনেসিস করলে কারনটা পরিস্কার হবে এবং তিন থেকে সাতদিন সময় লাগবে।

জানাগেছে, করেনা মুক্ত হয়ে তিনি রাড়ি যান এবং জরে আক্রান্ত হলে তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে আবার বারডেমে ভর্তি হন।এর পট এখানে তার মৃত্যু হয়।

ব্লাক ফাঙ্গাস ছত্রাক জাতীয় রোগ৷ এর উপসর্গ

চোখ লাল হওয়া, চোখে ঝাপসা দেখা,  রক্ত বমি, শ্বাস কস্ট, বুকে ব্যাথা৷

করোনা রোগিরা এই ভাইরাসে বক্রান্ত হচ্ছেন৷

বেশি সময় আইসিইউতে থাকা, একই মাস্ক বেশিদিন ব্যবহার করা, মাটি ও পানি থেকে রোগটা ছড়ায়

ভারতে এর সংক্রমন বেশি।সেখানে  এ পর্যন্ত ২৮০০ রোগি পাওয়া গেছে। ২১৯ জন মারা গেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here