দেশের ব্যাংক খাতেই বড় বড় অপরাধগুলো সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
মঙ্গলবার একটি ঋণ জানিয়েতির মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।
শুনানীকালে আদালত বলেন, “যেভাবে ব্যাংকিং খাতে একের পর এক অনিয়ম সংঘটিত হচ্ছে তা সত্যিই বিপজ্জনক। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে এই সমস্যা প্রতিরোধ করতে হবে,” দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান এর সত্যতা স্বীকার করেছেন।
ব্যাংক খাতের লুটেরারা দেশকে পঙ্গু করে দিচ্ছে মন্তব্য করে আদালত বলেন, এভাবে চললে দেশটা এগোবে কীভাবে?
পরে আসামিদের আগামী চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।