বৈধ পথে দেশে টাকা পাঠানোর আগ্রহ তৈরি হচ্ছে প্রবাসীদের মধো। আর এর সুবিধা পাচ্ছে অর্থনীতি ও রিজার্ভ।
করোনার মধ্যে সারা পৃথিবীতে যখন অর্থনীতি কঠিন চাপে তখন বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যানৃস এসেছে দ্বুিগুনের বেশি।
সরকারের একাধিক পদক্ষেপে এই অগ্রগতি বলে পর্যবেক্ষকদের ধারনা।
সরকার রেমিট্যান্স এর উপর দুই শতাংশ প্রনোদনা দিচ্ছে। অর্থাৎ কেউ যদি ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকা পাঠান তিনি পাচ্ছেন একলাখ দুই হাজার টাকা। আবার মেবাইল ব্যাংকিং খাতে যারা ব্যবসা করছেন তারাও এক শতাংশ হারে প্রনোদনা দেবার আগ্রহ প্রকাশ করেছে৷
এর বাইরে বিভিন্ন উন্নয়ন সহযোগীরা তাদের প্রকল্পের টাকা আনছেন। যা রিজার্ভে ভূমিকা রাখছে।
সব মিলিয়ে দেশের রিজার্ভ অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ঋালো।