
নানা সংকটের মধ্যেও গত দুই মাস ধরে পিছিয়ে পড়া রপ্তানি আয় নভেম্বরে চমক দিয়ে ঘুরে দাঁড়িয়েছে; একক মাসে প্রথমবারের মত পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশের রপ্তানি আয়ের সব রেকর্ড অতিক্রম করে এ মাসে ৫০৯ কোটি ২৫ লাখ ডলার আয় এসেছে, যা আগের বছরের একই মাসের চেয়ে ২৬ দশমিক ০১ শতাংশ বেশি। একক মাস নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়েও প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ।
২০২১ সালের একই মাসে ৪০৪ কোটি ডলারের পণ্য রপ্তানির পর ২০২২ সালের নভেম্বরে ৪৩৫ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
অতীতে কখনও একক মাসে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলার হয়নি। কোভিড পরবর্তী ঘুরে দাঁড়ানোর সময়ে ২০২১ সালের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রপ্তানির মাধ্যমে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড হয়েছিল।
#রপ্তানি #বাংলাদেশ #রেকর্ড #অর্জন #শেখহাসিনা