বৃষ্টি শুরু হয়েছে, বাড়ছে দুর্ভোগ।
বৃস্টিতে মোবাইল সেট ভিজে গেলে যা করবেন-
১. দ্রুত সেটটি খুলে ফেলুন৷
ব্যাটারি, ডিসপ্লে সব। শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি রাখা যাবে না৷ ২. সব যন্ত্রাংশ ফ্যানের বাতাসে শুকান, আগুনে নয়। ৩, বর্ষার সময় মোবাইলের জন্য একটা প্লাস্টিক এর ছোট ব্যাগ বা কভার কিনুন, সব সময় সাথে রাখুন। ৪, ভেজা সেটটি কিছু সময় চালের পাত্রে রাখুন, ও সব পানি টেনে নেবে।