বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কৃত ছাত্র বশিকুল ইসলাম বিটু অনলাইনে ক্লাশে অংশ গ্রহনের
প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বুয়েটে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা।
উল্লেখ্য ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদ কে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতা কর্মী।
তীব্র আন্দোলনের মুখে ঘটনার ফুটেজ দেখে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ২৬ জনকে আজীবনের জন্য বুয়েট থেকে বহিস্কার করা হয় যার ১৬ নাম্বারে ছিলেন বিটু কিন্তু তিনি সম্প্রতি হাইকোর্ট এর নির্দেশ নিয়ে পরীক্ষায় অংশ গ্রহনের আবেদন করলে তাকে পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয় বুয়েট।
এই বিষয়ে বুয়েটের ভাষ্য হলো, আদালতের নির্দেশ তারা মানতে বাধ্য।