ভারতে একদিনে চার লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আক্রমণ এর শিকার হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন৷ পৃথিবীতে একদিনে এতো মানুষের আক্রান্ত হবার ঘটনা এই প্রথম৷
এই সময়ে মারা গেছেন ৩৫২৩ জন৷
এদিকে ভারতে চিহ্নিত হওয়া নতুন ভাইরাসের নাম দেয়া হয়েছে বি- ওয়ান সিক্স সেভেনটিন৷
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের খবর।