পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ধার নিয়ে তা সময়মতো পরিশোধ করি, মেরে খাই না। তাই বিদেশীরা আমাদের ধার দিতে চায়।
আজ শুক্রবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের বিকাশমান অর্থনীতি, সুতরাং বাজেট ঘাটতি থাকবে। এটা এতো আলোচনার কিছু নেই। আমরা ঘাটতি টাকা সংগ্রহ করতে পারবো।
আমরা ঋন নিলে তা সময়মতো ফেরত দেই। আমরা আমাদের আভ্যন্তরীণ রিসোর্স সংগ্রহ বাড়াবো, ক্ষেত্র আছে। কোভিটেও আমাদের রিজার্ভ ও জিডিপি ভালো।