সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা।
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এর বিস্তার ও সংক্রমণ – মৃত্যু বেড়ে যাওয়ায় আজ সকাল থেকে ঢাকার পার্শবর্তী সব জেলা থেকে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সীমিত পরিসরে ট্রেন চলছে।
কেবল বিমান চলাচলের অনুমতি আছে তবে তাও কয়েকটি জেলা থেকে যাত্রী বহন করা যাবে না।
আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আজ মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
কিছু যায়গায় পরিস্থিতি গত কমাসে উন্নতি হলেও হঠাৎ পরিস্থিতি অবনতি ঘটে। ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে বিভিন্ন জেলায়। সীমান্তে ঝুঁকি বেশি।
বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।