ধারন ক্ষমতার অধিক হওয়ায় ঢাকা চিড়িয়াখানা থেকে দেড়শো চিত্রা হরিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷
আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানো হয়৷
ধারন ক্ষমতা ১৫০ থাকলেও এখন হরিন আছে ৩০০।
তাই সংখ্যা কমাতে এই পদক্ষেপ। জোড়া ধরে কিনতে হবে, দাম পড়বে ১ লাখ ৪০ হাজার টাকা।
তবে আগেচিঠি লিখতে হবে, হরিন বিক্রি হবে কিনা? বিক্রি হবে- চিড়িয়াখানা কতৃপক্ষের এমন চিঠি পেলে বন বিভাগে আবেদন করতে হবে, তারা অনুমতিদিলে হরিন কেনা যাবে।