- বিএনপিকে কেবল দেখা যায় ঘরের মধ্যে, তারা সেখানে বসে সভা করে, সমালোচনা করে কিন্তু জনগনের জন্য কিছু করেনা৷ বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ ১ মে নিজ নির্বাচনী এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে বলেন, এরা কেবল গুলশান আর নয়া পল্টনে ঘুরে ঘুরে অনলাইন শো করেন। মানুষের পাশে বিএনপি নেই।