গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের নাম ঠিকানা জানা গেছে। তারা হলেন- গোবিন্দগঞ্জ পৌরশহরের ঘোষপাড়ার আশরাফ আলী (৭০), মধ্যপাড়ার সুজন মিয়া (৪০), শিবপুর গ্রামের রিপন মিয়া (৩২), বকচর গ্রামের টুকু মিয়া (৬৫) ও নেপুরাই গ্রামের সোহাগ মিয়া (২২)।
সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।