
বাসায় ছোট্ট ভামিকা। বয়স ৫২ দিন। ভামিকার জন্য কিছুদিন বিরতি নিয়েছিলেন মা আনুশকা। এবার ধীরে ধীরে মূল স্রোতে ফিরছেন এই বলিউড নায়িকা। তবে ক্যামেরার সামনে নয়; প্রযোজক হিসেবে ক্যামেরার পেছনে থাকবেন এই তারকা।
কাজের জগতে আবার ফিরছেন আনুশকা। তবে নায়িকা হিসেবে আপাতত তিনি ফিরছেন না। প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আনুশকা তাঁর ভাই কর্ণেশ শর্মার সঙ্গে হাত মিলিয়ে তাঁদের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে একের পর এক ব্যতিক্রমী প্রকল্প আনতে যাচ্ছেন। আগেই খবর ছিল সানি কৌশলকে নিয়ে নবদীপ সিং-এর ‘কানেডা’ ছবিটি নতুন রূপে আনতে যাচ্ছেন আনুশকা।