বাজেটে কোন দুর্বলতা নেই দাবী করেছেন অর্থমন্ত্রী ডক্টর আ হ ম মোস্তাফা কামাল।
তিনি বলেছেন, দরিদ্রদের জন্য কিছু নেই যারা বলছেন তারা ঠিক বলছেন না।
আজ বুধবারে এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী বলেন, আমরা যখন বাজেট বাস্তবতার আলোকে প্রনয়ন করি- বাস্তবায়ন করি তখন সবার আগে গরীর মানুষের কথা বিবেচনা করি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা যথাযথভাবে তালিকা তৈরি করতে পারি তাহলে আমরা গরীর মানুষের কাছে আরো সহায়তা পৌঁছাতে পারবো।
আমরা সেই চেষ্টা করছি।
তিনি বলেন, নতুন আড়াই কোটি বেকার এর তথ্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে। আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, আমরা সেখান থেকে খোঁজ নিব তার আগে এই তথ্য আমরা গ্রহণ করতে পারি না।