বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী মারা গেছেন।
- সোমবার রাতে রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- কবি হাবিবুল্লাহ সিরাজী একুশে ও বাংলা একাডেমি পদকে ভূষিত হয়েছিলের তার সাহিত্য কর্মের জন্য।
- তিনি পঞ্চাশের উপর বই লিখেছেন।