বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ৪ জুলাই তাঁকে যোগ দিতে বলা হয়েছে। আবদুর রউফ তালুকদার বর্তমানে অর্থসচিব হিসেবে কর্মরত। তিনি বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হবেন। দুই দফায় ছয় বছর দায়িত্ব পালন করা ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৪ জুলাই অথবা তাঁর যোগদানের তারিখ থেকে চার বছর তিনি এখানে কাজ করবেন।