গ্রীস সরকার বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সেখানে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুতের সাথে এক বৈঠকে গ্রীসের কর্মসংস্থান মন্ত্রী এই আগ্রহের কথা জানান।
এই শ্রৃমিকদের রেসিডেন্সিয়াল ভিসা বা নিয়মিত ভিসায় আসার সুযোগ দেয়া যায় বলে মন্ত্রী জানান৷ তিনি জানান, এ বছর সে দেশে ১৬ হাজার কৃষি শ্রমিক নেয়া হবে৷