রাজধানীরর গুলশানে এক কলেজ ছাত্রীর আত্নহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান তানভীর এর জামিনের শুনানী হবে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার।
বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি দীলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদন শুনবেন৷ তালিকায় ১৪ নম্বরে রয়েছে আবেদনটি৷
তানভীরের পক্ষে আইনজীবী থাকছেন আব্দুল বাসেত মজুমদার ও ৃমনসুরুল হক চৌধুরী।