:ফ্রান্স আফগানিস্তানে অবস্থিত ফ্রান্সের নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। কাবুলে অবস্থিত ফরাসী দূতাবাস জানিয়েছে, বিদেশি সেনারদের সরিয়ে নেওয়ার কাজ শেষ করার সময় তালিবানদের একের পর এক শহর দখল। কাবুল এখন অসুরক্ষিত। নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।