বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবার করোনা পজেটিভ হয়েছেন তবে ঝুঁকিমুক্ত।
শনিবার গভীর রাতে তার ব্যক্তিগত চিকিৎসক টিম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করে এই তথ্য জানান।
টিমের প্রধান ডাক্তার এফ এম সিদ্দিকী বলেন, গুলশানে বাসায় যারা আছেন তাদের সবার পরীক্ষা করেছি এদের ভেতর ম্যাডাম সহ চারজন পজেটিভ পাওয়া গেছে, তবে তারা সবাই শারীরিক ভাবে ভালো আছেন।
তিনি বলেন, আশা করছি, ম্যাডাম কয়েক দিনের মধ্যে নেগেটিভ হয়ে যাবেন।
এর আগে রাত ১১ টার দিকে তারা গুলশানের বাসায় যান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন৷