- করোনা পরিস্থিতি নিয়ে সরকারের নেয়া সুফল ধরে রাখতে চলমান লকডাউনে ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ নৌ পরিবহন মন্ত্রনালয় জানিয়ে দিয়েছে, কেবল রাতে ফেরীতে পন্য পরিবহন করা ট্রাক পারাপার করা হবে৷
গতকাল ৭ মে ফেরীতে শত শত মানুষের গাদাগাদি করে নদী পার হওয়ার চিত্র ব্যপক সমালোচনার মুখে পড়ে।