আরিচা কিংবা মাওয়া ঘাট এখন নীরব। দুদিন আগের সেই জনস্রোত নেই, নেই গাড়ি নিয়ে দীর্ঘ অপেক্ষা৷
কাল ঈদ, মানুষ মেটামুটি যার যার গন্তব্যে পৌঁছে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে আরিচা ঘাটে দেখা গেল ফেরি অপেক্ষা করছে, গাড়ী বা মানুষের চাপ নেই।
এক কর্মকর্তা বলেন, সকালে ব্যাক্তিগত গাড়ির চাপ ছিল এখন তা নেই। তাই পন্যবাহী গাড়ী পার করা হচ্ছে। সব মিলিয়ে ১৬ টি ছোট বড় ফেরী কাজ করছে পারাপারে।