জনপ্রিয় সিনেমা নায়িকা সারাহ বেগম কবরীর ফুসফুসের শতভাগ অকার্যকর হয়ে পড়েছিল বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালের পরিচালক ডাক্তার ফারুক আহমেদ।
আজ শনিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, তার ফুসফুস মোটেই কাজ করছিল না, তাকে হাই ফ্লো অক্সিজেনের সাপোর্ট দেয়া হলেও কোন কাজ হয়নি।
বাংলা সিনেমা জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরী গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হলে প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷
অবস্থার অবনতি হলে তাকে শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে আনা হয়।
কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে লাইফ সাপোর্টে পাঠানো হয়, গতকাল রাত ১২ টার পর তিনি মারা যান।
আজ সকালে তার মরদেহ প্রথমে গুলশানে তার বাসায় নেয়া হয় এরপরে তাকে বনানী কবরস্থানে গার্ড অফ অনার শেষে দাফন করা হয়৷
সারাহ বেগম কবরী বীর মুক্তিযোদ্ধা ছিলেন।