
করোনার চিকিৎসা ব্যবস্থা সংকটে পড়ার প্রেক্ষিতে ওয়ার্ড পর্যায়ে করোনার চিকিৎসা দিতে ফিল্ড হাসপাতাল গড়ার দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
তিনি বলেন, আমাদের সক্ষমতার সীমা আছে আবার আমাদের কতোগুলো অভিজ্ঞতা আছে।
আমাদের সেনাবাহিনীর অভিজ্ঞতা আছে, তারা স্বল্প সময়ে ফিল্ড হাসপাতাল তৈরি করতে পারে।
তিনি বলেন, ডেল্টা ভেরিয়েন্ট আমাদের জন্য চরম বিষাদ নিয়ে এসেছে। আমরা সেটা মোকাবিলা হিমসিম খাচ্ছি। তিনি বলেন, চীন- থাইল্যান্ড ফিল্ড হাসপাতাল করে বিপদ নিয়ন্ত্রণ করেছে।