
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, কেবল প্রশাসন দিয়ে করোনার বিস্তার ও তার ভয়াবহতা রোধ করা যাবে না।
দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, শুরু থেকে আমরা লক্ষ্য করছি সরকার সামাজিক ও রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কেবল আমলাদের দিয়ে এই ভয়াবহ বিপদ মোকাবিলা করতে চাইছে। আমাদের অভিজ্ঞতা হলো- মহামারি মোকাবিলায় পুরো সমাজকে ঐক্যবদ্ধ করতে হয়। কিন্তু সরকার সেটা করছে না।
আজ শুক্রবার এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির নেতা আনিসুর রহমান মল্লিক, নুর আহমেদ বকুল, সুশান্ত দাস, জোতি শংকর ঝন্টু প্রমুখ।