আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনে প্রশাসনকে কঠোর হতে বলেছেন।
আজ ৪ এপ্রিল ধানমণ্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের নিজেদের জীবন রক্ষার জন্যই আমাদের সচেতন হতে হবে৷
তিনি গণপরিবহন সহ যে সব যায়গায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা কঠোরভাবে পালন করার নির্দেশ দেন। তিনি বলেন, জীবিকার চেয়ে জীবন বড়।
এই সময খাদ্য, নগদ অর্থ সহ গরীব মানুষের পাশে দাঁড়াতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন।