সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন।
প্রধানমন্ত্রী সরকারি অফিসে বিকেল পাঁচটায় এই বৈঠক শুরু হয়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
এর আগে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টার যোগে প্রথমে সাতক্ষীরা পরে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং একটা বকুল গাছের চারা লাগান। বঙ্গবন্ধুর সমাধি চত্বরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।