spot_img
Home বিশ্ব এশিয়া প্রতিরোধ এর মুখে পড়ছে তালেবানরা

প্রতিরোধ এর মুখে পড়ছে তালেবানরা

প্রতিরোধ এর মুখে পড়ছে তালেবানরা

কাবুল দখলে বেগ পেতে না হলেও চাপের মুখে পড়ছে তালেবানরা।  সদ্য বিদায়ী সরকারের উপ রাস্ট্রপতি আমারুল্লাহ  সালেহ নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেছে।  এর পর কিছু সরকারি অফিসে তার ছবিও তোলা হয়েছে। তালেবান  বিরোধী কয়েকটা গোষ্ঠী বেশ সক্রিয় ।

নর্দান এলায়েন্স সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের সংকল্প নিয়েছে। আফগানিস্তানের সংঘাতের রাজনীতিতে এই জোট খুব প্রভাবশালী।

দেশের প্রাক্তন উপ -রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর প্রতি সমর্থন জানিয়েছেন  আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ।  পানজশে অঞ্চলে তালেবানদের নির্দেশ উপেক্ষা করে আলাদা পতাকা উত্তোলন করলো তারা। কাবুল থেকে প্রায় তিন ঘণ্টার পথ পাঞ্জশে অঞ্চল।

পঞ্জশীর নামে পরিচিত এই প্রদেশ কাবুল থেকে আফগানিস্তানের বানিজ্যিক শহর মাজারী শরিফ এর একমাত্র প্রবেশ পথ।

আবার পন্জশীর দখলে রাখা আহমেদ শাহ মাসুদের পুত্র ১০ হাজার এর অধিক গেরিলা বাহিনী নিয়ন্ত্রণ করছেন।

তার বাবা খুন হওয়ার পর এই গেরিলারা আরো বেশি তালেবান বিরোধী হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here