বসবাসের অযোগ্য ১৪০ টি চহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম।
আর সবচেয়ে খারাপ ১০ টি শহরের মধ্যে চতুর্থ।
আজ বুধবার এই রিপোর্ট প্রকাশ করেছে ইকোনমিক রিসার্চ গ্রুপ।
নিউজিল্যান্ডের অকল্যান্ড।
জাপানের ওসাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ভালো শহরের তালিকায় নিউজিল্যান্ড, জাপান ও সুইজারল্যান্ডের দুটি করে আর অস্ট্রেলিয়ার চারটি শহরের নাম আছে।
করোনার কারনে তালিকায় পরিবর্তন এসেছে৷
অট্রিয়ার ভিয়েনা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন ২০০৮ থেকে শীর্ষ শহর থাকলেও এবার ১০ টির ভেতর তারা নেই।
পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য শহর সিরিয়ার রাজধানীর দামেস্ক।
নাইজেরিয়ার একটি শহর আছে এই তালিকার তলানীতে।
ঢাকা প্রতিযোগিতা করে এদের উপরে উঠে এসেছে।
পাচটি বৈশিষ্ট্য বিবেচনায় এই তালিকা ঠিক করা হয়েছে৷
১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে ৩৩.৫
স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতি,স্থিতিশীলতা,
পরিবেশ ও অবকাঠামো।
ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ পেয়েছে।
এর বাইরে কোনটায় ২৫, কোনটায় ৩০ পেয়েছে৷
আগের জরিপে ঢাকার প্রাপ্ত নম্বর ছিলো ৩৮
তালিকায় ১৩৪ এ আছে পাকিস্তানের করাচী