spot_img
Home Uncategorized পাপুলের আসন শুন্য

পাপুলের আসন শুন্য

লক্ষীপুর  ২ আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলের আসন শূন্য  হওয়ার বিষয় সংসদকে অবহিত  করলেন 

স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

 

আজ ১ এপ্রিল তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

আজ সংসদকে তিনি জানান, সাংসদ পাপুলকে কারাদন্ড দিয়েছে কুয়েতের আদালত।

নৈতিক স্খলন এর কারনে তার সদস্যপদ বাতিল হয়ে গেছে।

সংবিধানের ৬৬/২ ধারা মতে গত ২৮ জানুয়ারী লক্ষীপুর ২ আসন শূন্য হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here