পাকিস্তানের আসন্ন সিনেট নির্বাচন ‘অতীতের মতো সংবিধান ও আইন মেনেই’ হবে বলে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামীকাল ৩ মার্চ এ নির্বাচন হওয়ার কথা। দেশটির সর্বোচ্চ আদালত পার্লামেন্টের উচ্চ কক্ষে (সিনেটে) সংবিধানের ২২৬ নম্বর আর্টিকেল অনুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পক্ষে মত দেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের বিবৃতির বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, ‘সময়ের সীমাবদ্ধতার’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সভাপতিত্বে অন্য সদস্যদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের আগে সেদিনই সুপ্রিম কোর্ট পাকিস্তানের প্রেসিডেন্টের করা সুপারিশের আলোকে মতামত দেন। সেখানে বলা হয়, পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সংবিধানের ২২৬ নম্বর আর্টিকেল অনুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, সংবিধান সংশোধন ছাড়াই প্রকাশ্যে ব্যালটের মাধ্যমে সিনেট নির্বাচন অনুষ্ঠানে প্রেসিডেন্টের পক্ষ থেকে চাওয়া পরামর্শের ওপর মতামত দেন আদালত। ২০১৮ সালে ব্যাপক ভোটে বিজয়ী পিটিআই প্রকাশ্য ভোটের মাধ্যমে সিনেট নির্বাচন চেয়েছিল। এর মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে বলে দলটি দাবি করে। অন্যদিকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি এর ঘোর বিরোধিতা করে। তারা মনে করে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা যাতে দলের আনুগত্যের বাইরে যেতে না পারেন, সে জন্য এই উদ্যোগ।