পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) হেলিকপ্টারটিতে করে তারা লাসবেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন।
মঙ্গলবার (২ জুলাই) পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) তাদের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা নিহতের ঘটনাটি নিশ্চিত করে। খবর জিও নিউজের
পাকিস্তানের আইএসপিআর জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এতে থাকা কর্মকর্তাগণ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।
সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ও কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর-জেনারেল মেজর জেনারেল আমজাদ হানিফ, কমান্ডার ইঞ্জিনিয়ার্স ১২ কোরের ব্রিগেডিয়ার মুহাম্মদ খালিদ, পাইলট মেজর সাঈদ আহমেদ, কো-পাইলট মেজর মুহাম্মদ তালহা মানান, ক্রু প্রধান নায়েক মুদাসির ফাইয়াজ নিহত হন।
সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। তিনি দেশের সেনাবাহিনীর প্রধান (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ফোন করে সেনা সদস্যদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।