- ভোটের রেশে হিংসা না কটতেই আবার উত্তপ্ত পশ্চিমবঙ্গ।
২০১৬ সালের নারদা কেলেঙ্কারি মামলায় আজ ১৭ মে সকালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মাত্র এক সপ্তাহ আগে মমতা ব্যানার্জির মন্ত্রীসভার যোগাযোগ মন্ত্রী ও কলকাতা সিটি করপোরেশন এর সাবেক মেয়র ফিহাদ হাকিম, গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত ব্যানার্জি, তৃনমুল বিধায়ক ও সাবেক যোগাযোগ মন্ত্রী মদন মিত্র, সাবেক তৃনমুল নেতা ও বর্তমান বিজেপি নেতা শোভন চ্যাটার্জিকে আটক করে।
এরপর সিবিআই দপ্তরের সামনে জড়ো হতে থাকেন তৃনমুল নেতা কর্মীরা।
দুপুরে মমতা ব্যানার্জি সরাসরি গিয়ে হাজির হন সিবিআই কার্যালয়ে। তিনি নিজেকে গ্রেফতার করতে বলেন।
এটা নিয়ে তীব্র চেচামেচি করতে থাকেন। অভিযোগ করেন, রাজনৈতিক কারনে এসব করা হচ্ছে।
এই ঘটনার পর তার বিরুদ্ধে থানায় এফআইআর করেন প্রদেশ বিজেপির সভাপতি।
এদিকে যে মামলায় চারজন গ্রেফতার হয়েছেন সেই মামলার আসামী বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাকে গ্রেফতার এর আর্জি জানায়নি সিবিআই।