ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চতুর্থ দফার ভোটে সহিংসতায় ৫ জন নিহত ও ৪ জনের অবস্থা আশংকাজনক।
আজ শনিবার এখানে এই ঘটনা ঘটে৷
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর গুলিতে এরা মারা গেছেন। এরা সবাই তৃনমুল সমর্থক।
কোচবিহার এর একটা ভোটকেন্দ্রে একদল যুবক কেন্দ্রে ঢোকার চেস্টা করলে আধাসামরিক বাহিনীর সদস্যরা এদের উপর গুলি করে।
তৃনমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ এই গুলির নির্দেশ দিয়েছেন।
এর আগে সকালে আরো একটি বুথে লাইনে দাড়ানো এক বিজেপি কর্মীকে তৃনমুল কর্মীরা গুলি করে হত্যা করেছে।