পরীক্ষামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক: জিএম কাদের
করোনা সবচেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতি করেছে। সব ক্ষতি পুষিয়ে উঠবো কিন্তু এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে বলে মতামত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের অনাগ্রহ আছে বলে অনেকে মনে করছে।
দুই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে’ জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরীক্ষামূলক হলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।
শুক্রবার (২০ আগস্ট) লালমনিরহাট শহরে গিয়াস উদ্দিন উচ্চবিদ্যালয় ও কবি শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।