spot_img
Home খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান যাবেন না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান যাবেন না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান যাবেন না

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সফর স্থগিত করেছেন। তবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ওই বৈঠকে যোগ দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। ১৮ ও ১৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের অংশ নেওয়ার কথা ছিল।

পাকিস্তানে ওআইসির বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন শুক্রবার পাকিস্তানে গেছেন। শনিবার দুপুরে দুবাই হয়ে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের। তবে শেষ মুহূর্তে তিনি পাকিস্তান সফরে যাননি।

সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কয়েকদিন আগে একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। সে কারণে প্রতিমন্ত্রী পাকিস্তান সফর স্থগিত করেছেন।

পাকিস্তানে এই বিশেষ বৈঠকে ওআইসি দেশগুলোর নেতারা আফগানিস্তান ইস্যুতে আলোচনা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here