
কদিন পর পর পদ্মাসেতুতে ফেরীর ধাক্কা লাগার ঘটনায় সরকার চিন্তিত। সমাধানের নানা পথ বলছে কেউ কেউ। ক্লোজ সার্কিট ক্যামেরা, এ্যাপ, পিলারে টায়ার বেঁধে দেয়া এসবের ভাবনার সাথে এবার ফেরিঘাট অপসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাবাজার থেকে ঘাট সরানো হবে। যাবে মাঝির কান্দি। আর আপাতত বন্ধ থাকবে রোরো ফেরী। গতকাল শুক্রবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গিয়ে আলাপ করে সিদ্ধান্ত জানিয়েছেন। তবে ঘাট সরাতে সময় লাগবে দেড় মাস।