আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে ফেরি ‘শাহ জালাল’ পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়। ফেরিতে ৩৩টি গাড়িসহ প্রায় দুই হাজার যাত্রী ছিল। প্রচণ্ড ঝাঁকির ফলে গাড়িগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খায় এবং যাত্রীদের অনেকেই ফেরির ডেকে পড়ে যান। ফেরির ভেতরের কেন্টিনটি তছনছ হয়ে যায়।
পিলাটির কোনো ক্ষতি হয়েছে কি না তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।