spot_img
Home বিশেষ সংবাদ নিষেধাজ্ঞা মানুষের কস্ট বাড়াচ্ছে

নিষেধাজ্ঞা মানুষের কস্ট বাড়াচ্ছে

নিষেধাজ্ঞা মানুষের কস্ট বাড়াচ্ছে

‘স্যাংশন’ বা নিষেধাজ্ঞা দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমেরিকান নিষেধাজ্ঞার ফলে পণ্য আমদানি করতে বিরাট বাধা আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যখন সারা বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে ঠিক সেই সময় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে সারা বিশ্বে মানুষের অবস্থাটা আরো করুণ হয়ে যাচ্ছে।”

“এই স্যাংশন যাদের বিরুদ্ধে দিচ্ছেন তাদের আপনারা ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। কিন্তু কতটুকু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হচ্ছে, সব দেশের,”বলেন প্রধানমন্ত্রী।

আমেরিকার স্যাংশনে তাদের দেশের লোকও কষ্ট পাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here