
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ দ্রব্যমূল্য বাড়ানোর টাকায় বিদেশে সরকারের লোকজনের বাড়ি-ঘর হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচের দাম বাড়লে সরকারের কী আসে যায়? দাম বাড়ার টাকায় বিশ্বের উন্নত দেশে তাদের বাড়ি ঘর হচ্ছে। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বাঁচুক কিংবা মরুক তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তারাতো জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
নোয়াখালী-কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় যাদের নাম উঠে এলো সবই কিন্তু যুবলীগ, ছাত্রলীগ। রংপুরের পীরগঞ্জে যে ছেলেটির নাম এলো, তাকে ছাত্রলীগ বহিষ্কার করেছে। কিন্তু তারপরও বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক নেতা হুমায়ুন খান, মোস্তাফিজুর রহমান মজুমদার।