spot_img
Home চাকরি খবর দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা আছে

দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা আছে

দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা আছে

ভয় বা আতঙ্কিত হবেন না।  দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত টিকার মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যারা ফাইজার এবং মর্ডানার করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হয়েছে। যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় টিকা নিতে পাবেন।

আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকাগ্রহীতাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা নেবেন। যারা প্রথম ডোজের টিকা যেই কেন্দ্রে, যে কোম্পানির টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজের টিকাও সেই কেন্দ্রে এবং সেই কোম্পানিরই নিতে পারবেন। এ বিষয়ে কারও বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

যারা সিনোফার্মের টিকা পেয়েছেন, তারা সিনোফার্মের টিকাই পাবেন। যারা মর্ডানার টিকা পেয়েছেন তারা মর্ডানার টিকাই পাবেন। দ্বিতীয় ডোজের জন্য আমাদের পর্যাপ্ত টিকার মজুদ আছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here