
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৪ আগস্ট) ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম ব্যবহার চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে ইভিএম ব্যবহারে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
তিনি বলেন, আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু আসনে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩০০ আসনে ইভিএম ব্যবহার চেয়েছিলাম। ইভিএমে কোনো ঝামেলা নেই ৷ যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক- এটা চায় কিনা।