
আফগানিস্থানের প্রেসিডেন্ট আশরাফ গণি দাবি করেছেন, রক্তপাত এড়াতে দেশ ছেড়ে গেছেন তিনি। রবিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
মাত্র দশ দিনের মধ্যে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করার পর প্রেসিডেন্ট প্রাসাদের তালেবান ঢুকে পড়ার মধ্যে দেশ ছেড়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
দেশ ছাড়ার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে ফেসবুক পোস্টে আশরাফ গণি বলেন, কাবুলের লাখ লাখ মানুষের সঙ্গে তিনিও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘রক্তপাত এড়াতে, আমার মনে হয়েছে দেশ ছেড়ে যাওয়াই ভালো।’
তিনি লিখেন, তালেবান বিদ্রোহীরা এখন এক ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হয়েছে। ‘তলোয়ার এবং বন্দুকের বিচারে তালেবান বিজয় অর্জন করেছে আর এখন দেশবাসীর আত্মমর্যাদা, সমৃদ্ধি এবং সম্মানের সুরক্ষার দায়িত্ব তাদের।’
এখন তিনি কোথায় রয়েছেন তা প্রকাশ করেননি গণি। তবে আল জাজিরা প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষীদের বরাতে জানিয়েছে, আশরাফ গণি, তার স্ত্রী, চিফ অব স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিবেশি দেশ উজবেকিস্তান চলে গেছেন।